১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্যের জবাবে বুগতি
ন্যাপ ওয়ালী নেতা এবং বুগতির নবাব আকবর খান করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন ভুট্টোর সাম্প্রতিক কার্যক্রমের লক্ষ্য হচ্ছে পাকিস্তানের দুই অঞ্চলকে বিচ্ছিন্ন করা। ইহা বৃহৎ শক্তির রাজনীতিও হতে পারে। ভুট্টো মনে করেন তিনি সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না পারলে তার পশ্চিম পাকিস্তানের(খণ্ডিত) প্রধানমন্ত্রী হওয়া উচিত। ভুট্টো নিজ থেকেই বাংলাদেশকে পাকিস্তানের বাহিরে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন প্রদেশ গুলি সর্বাধিক পরিমান স্বায়ত্তশাসন পেলে দেশে আর দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদের প্রয়োজন হবে না। তিনি বলেন আওয়ামী লীগের ৬ দফা বেলুচিস্তানের নিকট গ্রহণযোগ্য।