১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ খাড়া পাহাড় পর্যন্ত উঠেছি আর উপরে উঠা সম্ভব নয় — ভুট্টো
করাচীতে পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে জুলফিকার আলী ভুট্টো বলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধংদেহী মনোভাবের প্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানে এক অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারত লাহোরসহ পশ্চিম পাকিস্তানের সীমান্তে সৈন্য সমাবেশ করে চলেছে। ভারতের প্রতিক্রিয়াশীল দলগুলি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। অতীতে এরকম পরিস্থিতিতেই পাক ভারত যুদ্ধ শুরু হয়েছিল। শুধু পাক ভারত নয় লাওস সহ দক্ষিন পূর্ব এশিয়ায় পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন করেন এমন পরিস্থিতিতে তিনি কিভাবে পূর্ব পাকিস্তানে যাবেন? তিনি দুঃখ করে বলেন ইয়াহিয়া খান তাকে বলেছেন মুজিব পশ্চিম পাকিস্তানে যেয়ে ইয়াহিয়ার সাথে আলোচনা করতে চান না। তিনি যদি পশ্চিম পাকিস্তান আসেন আরেকদফা আলোচনা করে জাতীয় পরিষদ অধিবেশনের আগেই একটি সমঝোতায় পৌছা সম্ভব। মুজিব আসিলে তার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে এবং তিনি নিজে বিমান বন্দরে তাকে স্বাগত জানাবেন। আওয়ামী লীগ তাকে জানিয়ে দিয়েছে তারা ৬ দফার ব্যাপারে কোন ছাড় দিবে না। উহাই তাদের শেষ কথা। কিন্তু বাস্তবে পিপলস পার্টি খাড়া পাহাড় পর্যন্ত উঠেছে তাদের পক্ষে আর উপরে উঠা সম্ভব নয় কারন উহার পরই খাদ। ক্ষমতার অভিলাষ প্রসঙ্গে বলেন আমি প্রধানমন্ত্রী দুরের কথা বেলুচিস্তানেরও মুখ্যমন্ত্রী হতে চাইনা। তিনি জাতীয় পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত সমালোচনাকারী দলসমুহের সমালোচনা করেন। তিনি বলেন দেশের শাসনতন্ত্র প্রণয়নে তার দল সহ সকল দলের অংশগ্রহন থাকতে হবে। তিনি বলেন তিনি ১০বার জয়বাংলা বলতে রাজি আছেন এবং সে সাথে জয় পাঞ্জাব, জয় সিন্ধ, জয় বালুচ, জয় সীমান্ত ও শেষে জয় পাকিস্তান বলব।