১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্বের জবাবে পাঞ্জাব জামাত সভাপতি
পাঞ্জাব জামাতে ইসলামী আমীর আসাদ জিলানী লাহোরে ভবিষৎবাণী করেছেন যে ভুট্টো শেষ পরিষদে যোগ দিবেনই এবং শেষ পর্যন্ত ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র মেনে নিবেন। তিনি বলেন ভুট্টোর ভুমিকার লক্ষ্য সম্ভবত এই যে শাসনতন্ত্রের অধীনে পাঞ্জাবকেই সকল অর্থনৈতিক বোঝার ভার বহন করতে হবে। উহার সহিত তিনি জড়িত হতে চান না। ১৯৬৫ সনে জাতিসংঘে এবং ১৯৬৬ সালে তাসখন্দ ঘোষণায় তিনি একই পন্থা নিয়েছিলেন।