You dont have javascript enabled! Please enable it! 1971.02.17 | ভুট্টোর মন্তব্বের জবাবে অধ্যাপক মোজাফফর - সংগ্রামের নোটবুক

১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্বের জবাবে অধ্যাপক মোজাফফর

ন্যাপ প্রাদেশিক প্রধান অধ্যাপক মোজাফফর বলেছেন ভুট্টোর বিবৃতি গনতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে গনমনে সংশয় সৃষ্টি করেছে। তিনি বলেন হুমকি চাপ, ভীতি, শঠতা, জালিয়াতি বা কুট কৌশল কোন অবস্থাতেই রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তি হতে পারেনা। তিনি বলেন দেশের প্রথম সাধারন নির্বাচনে জনগন সুস্পষ্ট রায় ঘোষণার পরও দেশী বিদেশী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী গনতন্ত্রের সম্ভাবনা বিনাশ এবং জনগণকে দাবিয়ে রাখার উদ্দেশে নির্বাচনের সুফল বানচালের ষড়যন্ত্র পাকাইতেছে। তিনি বলেন যে দেশের রাজনৈতিক পরিমণ্ডল সন্দেহ সংশয়ে আচ্ছন্ন। পারস্পরিক অবিশ্বাসই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তিনি জাতীয় পরিষদের অধিবেশনের শুরুতেই প্রতিটি জাতীয়তার বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা সহ আত্ম নিয়ন্ত্রনের অধিকার প্রদান করে একটি বিল পাশ করার জন্য মেজরিটি পার্টি সহ সকল গনতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানান এবং সে ক্ষেত্রেই দলগুলির মধ্যে আপোষ আলোচনা চলতে পারে এবং শাসনতন্ত্র প্রনয়নের কাজ সহজতর হবে।