১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্বের জবাবে নুর খান
কাউন্সিল মুসলিম লীগ নেতা এয়ার মার্শাল নুর খান লাহোরে ভুট্টোকে শাসনতন্ত্র প্রনয়নের জন্য জাতীয় পরিষদে যোগ দেয়ার আহ্বান করেছেন। আলোচনার মাধ্যমে শাসনতন্ত্র গ্রহণযোগ্য মনে না হলে শেখ মুজিব তা কিছু সংশোধন করতেও পারেন। কিন্তু ভুট্টো পরিষদে আদৌ যোগ না দিলে সম্পূর্ণ অচলবস্থার সৃষ্টি হবে। তিনি বলে পরিষদে যোগ না দেয়ার ভুট্টোর যুক্তি তিনি অনুধাবন করেন। তিনি বলেন ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র হলে এর পরিনতি কি হতে পারে তা এখনই বলা যাবে না। দুটি দলের মধ্যে সমঝোতা স্থাপনে তিনি অন্যান্য দলের সহযোগিতা কামনা করেন।