১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্বের জবাবে ওয়ালী খান
ন্যাপ প্রধান ওয়ালী খান পেশোয়ারে বলেছেন জাতীয় পরিষদ সকল বিষয়ে আলোচনা ও সমাধানের ক্ষমতার অধিকারী সংস্থা। তিনি বলেন শাসনতন্ত্র বিষয়টি দলীয় রাজনীতির উপরে রাখতে হবে কারন এর সহিত দেশের সংহতি এবং অখণ্ডতার প্রশ্ন জড়িত আছে। তিনি বলেন আমরা সকলেই দেশপ্রেমিক এবং আমাদের সকলকেই দেশকে শাসনতান্ত্রিক সঙ্কট থেকে উদ্ধার করতে হবে। পরে তিনি লন্ডনের পথে করাচী গমন করে সাংবাদিকদের জানান শাসনতন্ত্র প্রনয়নে জাতীয় ভিত্তিতে চিন্তা করা উচিত। তিনি ঘোষণা করেন তার দল জাতীয় পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দিবে।