১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্বের জবাবে মওলানা ভাসানী
ন্যাপ প্রধান মওলানা ভাসানী কক্সবাজারের কোর্ট হাউজ ময়দানে ভুট্টোর তুমুল সমালোচনা করে জাতীয় পরিষদে যোগদানের বিষয়ে ভুট্টোর বিবৃতির পূর্বশর্তকে পূর্ব পাকিস্তানের প্রতি হুমকি স্বরূপ বলে অভিহিত করেছেন। তিনি সতর্কবানী উচ্চারণ করে বলেন বিত্তবান এবং বঞ্চিত মানুষের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে বঞ্চিত মানুষ হিসেবে বাচার জন্য ন্যায্য অধিকার না দেয়া পর্যন্ত তা থামবে না। তিনি বলেন পূর্ব পাকিস্তানে যে যুদ্ধ শুরু হয়েছে তা ধনী নিধনের বিশ্ব ব্যাপী যুদ্ধের বহিঃপ্রকাশ। তিনি বলেন পূর্ব পাকিস্তানের সার্বভৌমত্ব এর জন্য তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বীকার করে নেয়া তাদের নিজেদের পরিষদে নিজেদের শাসনতন্ত্র প্রনয়ন এই সমস্যার সন্তোষজনক সমাধান।