You dont have javascript enabled! Please enable it!

১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্বের জবাবে সাঙ্ঘর এমএনএ রইস আত্তা মোহাম্মদ খান মারি
বালুচ বংশীয় সিন্ধি কাইউম মুসলিম লীগ নেতা সাঙ্ঘর এমএনএ রইস আত্তা মোহাম্মদ খান মারি করাচীতে বলেন আওয়ামী লীগের ৬ দফায় সিন্ধুর জনগনের উপকার হবে। তিনি বলেন পাকিস্তানের ইতিহাসে এই প্রথম সত্যিকার ভাবে নির্বাচিত গনপ্রতিনিধিদের দ্বারা পরিষদ গঠিত হয়েছে। তিনি বলেন কোন রাজনৈতিক দল কতৃক শাসনতন্ত্র প্রনয়নে বাধা সৃষ্টি অবিজ্ঞজনিত হবে।
নোটঃ কাইউম মুসলিম লীগ শুরু থেকেই ৬ দফা বিরোধী। আত্তা মারি পরে ৯০-৯৩ সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন তা সত্ত্বেও সিন্ধুর প্রখ্যাত ২০০ রাজনীতিবিদের তালিকায় তার নাম নেই আছে তার কন্যার নাম। তার কন্যা সাজিয়া মারি সুন্দরী এমপি হিসাবে পাকিস্তানে বিখ্যাত ছিলেন। সংসদ ক্যাফেতে তার সেন্ড উইচের টম্যাটো কেচাপে আস্ত তেলাপোকা পাওয়ার কয়েকদিন পর অজ্ঞাত কারনে তিনি মারা যান।