You dont have javascript enabled! Please enable it! ডাকসু নির্বাচন ১৯৮২ ঃ ছাত্রলীগের দুর্দিন - সংগ্রামের নোটবুক

ডাকসু নির্বাচন ১৯৮২ ঃ ছাত্রলীগের দুর্দিন

গত কয়েকটি ডাকসু নির্বাচনে দেখা যায় দলীয় রাজনীতিকে পিছনে ফেলে বেক্তি ইমেজে ছাত্র ছাত্রীরা ভোট দিয়েছিল। এই নির্বাচনে সেটা আরও জোরালো হয়েছিল। জিয়াউর রহমানের মৃত্যুর পরপর তার কথিত বিশাল ইমেজ বা শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতির হাল কেবল ধরেছেন সেখানেও শেখ হাসিনার বা পুনরিজ্জিবিত আওয়ামী লীগের ইমেজ কিছুই কাজে লাগলো না। শিবিরের মিছিলে গ্রেনেড চার্জের ফলে ভোটার উপস্থিতি কম হলেও প্যানেল বা রাজনৈতিক ভোটের কোন লক্ষন দেখা যায়নি এই নির্বাচনে। বিজয়ী দলের মুল সংগঠনের প্রধান নেতা আফম মাহবুবুল হক বা খালেকুজ্জামানকেই বা চিনে কতজন। শুধু কি মান্না আখতার বাবলুর বেক্তি ইমেজেই এই বিশাল জয়। ছাত্রলীগের এজিএস প্রার্থী ছিলেন নুরুল ইসলাম সুজন সম্ভবত তিনিই বর্তমান রেলমন্ত্রী। এ পদে ছাত্রদল জয়লাভ করে। সুজন শিবিরের প্রার্থীর কাছাকাছি ভোট পেয়েছিলেন। আগের নির্বাচনে তিনি বিজ্ঞান মিলনায়তন সম্পাদক পদে জোয়ারের বিপরীতে জিতেছিলেন। এ নির্বাচনে ছাত্রলীগের একজন ২য় হয়েছিলেন তিনি হলেন নিরঞ্জন সরকার বাচ্চু মিলনায়তন সম্পাদক পদে।