১৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ শহর আওয়ামী লীগের শহীদ স্মরণের অনুষ্ঠানে শেখ মুজিব।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শহর আওয়ামী লীগের শহীদ স্মরণে গন সঙ্গীতের আসর অনুষ্ঠানে শেখ মুজিব ভাষণে বলেন যতদিন বাঙালি বেচে থাকবে যতদিন বাংলার সাহিত্য ও সংস্কৃতি বেচে থাকবে ততদিন ভাষা আন্দোলনের অমর একুশে ফেব্রুয়ারীর স্মৃতি বাংলার মানুষ ভুলবে না। তিনি ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন ৫২ এর ভাষা আন্দোলন শুধুই ভাষা আন্দোলনই ছিল না ইহা বাঙ্গালির সাহিত্য ও সংস্কৃতির স্বাধিকার অর্জনের আন্দোলনও ছিল। শহীদের রক্ত যাতে বৃথা যেতে না পারে তজ্জন্য তিনি নতুন করে শপথ গ্রহন করার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী, ডঃ কামাল হোসেন, সাজেদা চৌধুরী,গাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। সমবেত কণ্ঠে জয় বাংলা বাংলার জয় গানটি দিয়ে সঙ্গীতানুষ্ঠানের সুচনা হয় এবং অনুষ্ঠানে একক ও দলীয় ভাবে সঙ্গীত পরিবেশন করেন আব্দুল লতিফ, আব্দুল জব্বার, শাহনাজ বেগম, সাবিনা ইয়াসমিন, অজিত রায় সহ অনেকে।