বাঙলাদেশ মুক্তি সংগ্রাম দঃপূঃ এশিয়ার সামরিক চুক্তিগুলির ওপর প্রচণ্ড আঘাত
শান্তি সংসদ ও আফ্রোএশীয় পর্ষদের বিবৃতি
নয়াদিল্লী, ১৩ ডিসেম্বর (ইউএনআই)- দক্ষিণপূর্ব এশিয়ায় পরিকল্পনা অনুসারে রচিত বিভিন্ন সামরিক চুক্তিগুলির ওপর বাঙলাদেশের মুক্তি-সংগ্রামীরা এক প্রচণ্ড আঘাত হেনেছে। এই চুক্তিগুলির আসল উদ্দেশ্য পরিস্কার হয়ে গেল গত ২৫ মার্চ বাঙলাদেশে গণহত্যা এবং তারও পরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে আক্রমণে উৎসাতি করার মধ্যে।
আজ এক যুক্ত বিবৃতিতে সারা ভারত শান্তি সংসদ-এর সভাপতি ভি কে, কৃষ্ণমেনন এবং আফ্রোএশীয় সংহতি সম্পর্কিত ভারতীয় সমিতির সভাপতি কে, ডি, মালব্য।
বিবৃতিতে তারা আরও বলেছেন, ইন্দোচীনে তাদের আশা ব্যর্থ হওয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ ঘাঁটি হিসাবে এখন ভারত উপমহাদেশকে ব্যবহার করতে সক্রিয় হয়ে উঠেছে।
সূত্র: কালান্তর, ১৪.১২.১৯৭১