You dont have javascript enabled! Please enable it! 1971.02.16 | ১৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ জাতীয় পরিষদের পার্লামেন্টারি সভায় মুজিব সংসদ নেতা মনোনীত - সংগ্রামের নোটবুক

১৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ জাতীয় পরিষদের পার্লামেন্টারি সভায় মুজিব সংসদ নেতা মনোনীত

মঙ্গলবার সকাল নয়টায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে জাতীয় পরিষদের পার্লামেন্টারি পার্টির আড়াই ঘণ্টা ব্যাপী রুদ্ধদ্বার সভায় সর্ব সম্মত ভাবে মুজিব সংসদ নেতা মনোনীত হয়েছেন। সহকারী নেতা হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। প্রাদেশিক পার্লামেন্টারি পার্টির সচিব তাজউদ্দীন সভা শেষে মিডিয়াকে এ তথ্য জানান। সাংবাদিকদের ব্রিফ দেয়ার সময় শেখ মুজিব সেখানে উপস্থিত ছিলেন। এ সভা নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কে পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নির্বাচিত করে। জাতীয় পরিষদের চীফ হুইপ হয়েছেন দিনাজপুরের অধ্যাপক ইউসুফ আলী। হুইপ হয়েছেন টাঙ্গাইলের আব্দুল মান্নান ও কুষ্টিয়ার আমিরুল ইসলাম। খন্দকার মোস্তাক অথবা একজন পশ্চিম পাকিস্তানী জাতীয় পরিষদের স্পিকার হতে পারেন। ২৭ তারিখের সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।  মঙ্গলবার বিকেল ৪ টায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে প্রাদেশিক পরিষদের পার্লামেন্টারি পার্টির সভায় সর্ব সম্মত ভাবে ক্যাপ্টেন মনসুর আলী সংসদ নেতা মনোনীত হয়েছেন। এ সভা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজউদ্দীনকে পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নির্বাচিত করে। ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় পরিষদের নির্বাচনের পরিবর্তে প্রাদেশিক পরিষদে নির্বাচন করেছিলেন। অন্যান্য পদে কোন মনোনয়ন না দিলেও ধারনা করা হয় পরিষদের উপ নেতা হবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী।