You dont have javascript enabled! Please enable it! 1971.02.16 | ভুট্টোর বিবৃতির সমালোচনায় মুফতি মেহমুদ - সংগ্রামের নোটবুক

১৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর বিবৃতির সমালোচনায় মুফতি মেহমুদ

জমিয়তে উলামা ইসলাম হাজারভি গ্রুপের সাধারন সম্পাদক মুফতি মেহমুদ জাতীয় রাজনীতির ক্ষেত্রে জাতীয় সংহতি ও অখণ্ডতার খাতিরে সংযত মনোভাব এবং সহনশীলতার পরিচয় দানের জন্য আহবান জানিয়েছেন। তিনি ঢাকায় আহুত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানে পিপিপির অনীহার বিষয়ে পিপিপি প্রধানের বিবৃতির উপর মন্তব্য করছিলেন। তিনি তার নির্বাচনী এলাকা ডেরা ইসমাইলখাতে তার সন্মানে সরদার হায়াত খান গান্ধাপুর আয়োজিত ভোজসভায় বলেন রাজনৈতিক নেতাদের এমন ভুমিকা নেয়া উচিত যাতে জাতীয় সংহতির উন্নয়ন হয়। তিনি বলেন রাজনৈতিক দলগুলির যে কোন চরম পন্থা গ্রহন হতে বিরত থাকা উচিত। তিনি জানান আওয়ামী লীগ প্রধানের সাথে সাক্ষাতের জন্য তিনি ২৮ ফেব্রুয়ারী ঢাকা যাবেন।