১৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৬ দফা প্রশ্নে মুখতার রানা
লারকানা থেকে নির্বাচিত পিপিপি এমএনএ মুখতার রানা এক বিবৃতিতে বলেছেন লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত পাকিস্তানকে ধ্বংস করার জন্য জাতীয় পরিষদে যেয়ে শুধু রাবার ষ্ট্যাম্প এর ভুমিকা পালন করা আমাদের পক্ষে শুধু অমর্যাদাকরই হবে। তিনি জানান মুজিবের ৬ দফা গ্রহন করলে উহা একটি পাকিস্তান ভেঙ্গে পাঁচটি পাকিস্তান বানাবে। তিনি বলেন পিপিপি ৬ দফার ২ দফা মেনে নিয়েছেন এবং ৪ দফার কিছু রদবদল চায় যাহা সময়োচিত এবং দেশের জন্য কল্যাণকর। তিনি মনে করেন দেশের এই ক্রান্তিলগ্নে সকল দেশবাসী পিপিপি এর পিছনে ঐক্যবদ্ধ থাকবে। আমরা পাকিস্তানের ঐক্য ও সমৃদ্ধির জন্য আমাদের জীবন জান কোরবান করতে প্রস্তুত।
নোটঃ মুখতার রানা ১৯৭২ সনে শিশু ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার হন। পরে তাকে সুইডেনে নির্বাসনে পাঠানো হয়। ৭৭ সনে ফিরে আসেন।