১৬ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ভুট্টোর বিবৃতির জবাবে অধ্যাপক গোলাম আজম
জামাতে ইসলামীর প্রাদেশিক আমির অধ্যাপক গোলাম আজম এক বিবৃতিতে গনতান্ত্রিক মূলনীতিতে আস্থাশীল হয়ে জনাব ভুট্টোকে আসন্ন জাতীয় পরিষদ অধিবেশনে যোগ দেয়ার আহবান জানান। তিনি বলেন দেশ এখন ভয়াবহ বিপদের সম্মুখীন জনগনের সরকারই কেবল উহা সমাধান করতে সক্ষম। জামাতে ইসলামী নির্দিষ্ট সময়ের মধ্যে শাসনতন্ত্র প্রনয়নের পক্ষপাতী। তিনি বলেন জনপ্রতিনিধিরা জনগনের প্রভু নহে প্রতিনিধি মাত্র। জনগন পরিষদের ভিতরে এবং বাহিরে তাদের কার্যক্রমের উপর সতর্ক দৃষ্টি রাখবে। তিনি বলেন পরিষদের অধিবেশনের পূর্বে কোন একটি দলের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যেমন উচিত না তেমন অন্য দলেরও পূর্বাহ্ণে নিশ্চয়তা দাবী করাও সঙ্গত নহে। পরিষদই সকল দলের মতামত বেক্ত করার উপযুক্ত স্থান। তিনি আশা প্রকাশ করেন আওয়ামী লীগ ও পিপিপি গনতান্ত্রিক পন্থায় শাসনতন্ত্র প্রনয়ন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ প্রসস্ত করবে।