You dont have javascript enabled! Please enable it! 1971.02.16 | ১৬ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ভুট্টোর বিবৃতির জবাবে মওলানা মওদুদি - সংগ্রামের নোটবুক

১৬ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ভুট্টোর বিবৃতির জবাবে মওলানা মওদুদি

জামাতে ইসলামীর আমির মওদুদি জাতীয় পরিষদের বাহিরে শাসনতন্ত্র প্রনয়নের সমস্যা সমাধানের চেষ্টা এবং বর্তমান সংকটময় মুহূর্তে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানে অস্বীকৃতি জ্ঞাপন করে একটি শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিহিত করেন। তিনি বর্তমান অবস্থায় চরম মনোভাব ত্যাগ করে প্রত্যেক জনপ্রতিনিধিকে জাতীয় পরিষদ অধিবেশনে যোগ দেয়ার আহবান জানান। তিনি বলেন সংখ্যালঘু দল পরিষদে শাসনতন্ত্র প্রনয়ন করবে না, করবে সংখ্যাগুরু দল। তাদের পেশ করা বিতর্কিত ধারা গুলো পরিষদে আলোচনা ও যুক্তি সহকারে বিতর্ক করে বিরোধিতা করতে হবে। এর পরেও সংখ্যাগুরু দল শাসনতন্ত্র প্রনয়ন করে তার ব্যর্থতার জন্য সংখ্যাগুরু দলকেই নিতে হবে। বর্তমান অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে।