You dont have javascript enabled! Please enable it!

১৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর বিবৃতির প্রতি নুরুল আমীনের বিরোধিতা

পিডিপি প্রাদেশিক সভাপতি নুরুল আমিন ঢাকায় বলেন ভুট্টোর বিবৃতি জনগনের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর নিয়ে গনমনে বিভ্রান্তি ও সন্দেহ সৃষ্টি করবে। তিনি বলেন ইহা দুর্ভাগ্যজনক যে সাম্প্রতিক আলোচনাকালে শেখ মুজিবুর রহমান ও ভুট্টো শাসনতন্ত্রের মূলনীতি নিয়ে কোন সমঝোতায় পৌছতে পারেননি। আমীন বলেন তার দলের লোকজন ঢাকায় প্রবল প্রতিভু হিসেবে পরিগনিত হবেন বলে ভুট্টো যে কাল্পনিক অজুহাত তুলেছেন উহা অত্যন্ত আপত্তিকর। ইহা এ এলাকার জনগনের প্রতি অবাঞ্চিত দোষারোপ। তাই ভুট্টোর আচরন নিন্দনীয়। তিনি শাসনতন্ত্র প্রনয়নে পিপিপিকে জাতীয় পরিষদে যোগদানের আহবান জানান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!