You dont have javascript enabled! Please enable it! 1971.02.16 | ভুট্টোর বিবৃতির প্রতি নুরুল আমীনের বিরোধিতা - সংগ্রামের নোটবুক

১৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর বিবৃতির প্রতি নুরুল আমীনের বিরোধিতা

পিডিপি প্রাদেশিক সভাপতি নুরুল আমিন ঢাকায় বলেন ভুট্টোর বিবৃতি জনগনের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর নিয়ে গনমনে বিভ্রান্তি ও সন্দেহ সৃষ্টি করবে। তিনি বলেন ইহা দুর্ভাগ্যজনক যে সাম্প্রতিক আলোচনাকালে শেখ মুজিবুর রহমান ও ভুট্টো শাসনতন্ত্রের মূলনীতি নিয়ে কোন সমঝোতায় পৌছতে পারেননি। আমীন বলেন তার দলের লোকজন ঢাকায় প্রবল প্রতিভু হিসেবে পরিগনিত হবেন বলে ভুট্টো যে কাল্পনিক অজুহাত তুলেছেন উহা অত্যন্ত আপত্তিকর। ইহা এ এলাকার জনগনের প্রতি অবাঞ্চিত দোষারোপ। তাই ভুট্টোর আচরন নিন্দনীয়। তিনি শাসনতন্ত্র প্রনয়নে পিপিপিকে জাতীয় পরিষদে যোগদানের আহবান জানান।