You dont have javascript enabled! Please enable it!

১৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ যৌথ পরিষদ সম্মেলনে মুজিবের ভাষণ

ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্যদের যৌথ অধিবেশনে শেখ মুজিব বলেন ফেসিষ্ট পন্থা পরিহার করে গনতন্ত্র সম্মত ভাবে সংখ্যাগুরু শাসন মেনে নিয়ে দেশের ঐক্য রক্ষার প্রতি আহবান জানান। জনগনের কাছে ক্ষমতা হস্তান্তর বাধাগ্রস্থ করার উদ্দেশে গনতন্ত্রের রায় নস্যাৎকামীদের প্রতি আগুন নিয়ে খেলা হতে বিরত থাকার জন্য তিনি কঠোর হুশিয়ারি উচ্চারন করেন। তিনি জনগনের প্রতি বলেন ৬ দফার বিরুদ্ধে সমগ্র পশ্চিম পাকিস্তানীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। একত্র থাকার জন্য পশ্চিম পাকিস্তানীদের উচিত ৬ দফা মেনে নেয়া। আওয়ামী লীগের সহযোগিতা চাওয়াকে কেউ যেন দুর্বলতা না ভাবে। তিনি বলেন আমি গনদুশমনদের জানিয়ে দিতে চাই শাসনতন্ত্র ৬ দফার উপরেই হবে। সাত কোটি বাঙ্গালির বুকে মেশিনগান বসিয়েও কেহ তা দাবিয়ে রাখতে পারবে না। সুতরাং আগুন নিয়ে খেলবেন না।  অনুষ্ঠানের শুরুতেই মওলানা এস হুদা (?)এমএনএ কোরআন তেলওয়াত পাঠ করেন। মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ বিগত দিনে বিভিন্ন আন্দোলনে নিহত ও মৃত্যুবরণ করা আওয়ামী লীগ নেতা ও কর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন। সঙ্গীত শিল্পী আফিল মোহাম্মদ, আব্দুল জব্বার আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গানটি সহ কয়েকটি গান পরিবেশন করেন। গান শুনে শেখ মুজিব আবেগতারিত হয়ে পড়েন। এর পর প্রাদেশিক সাধারন সম্পাদক তাজউদ্দীন, নিখিল পাকিস্তান সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রাদেশিক কমিটির সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং খন্দকার মোস্তাক বক্তব্য প্রদান করেন। পাকিস্তান টেলিভিশন ঢাকা অনুষ্ঠানের অংশ বিশেষ রেকর্ড করে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!