১৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ বুগতি মুজিব ৩য় বৈঠক শেষে ঢাকা ত্যাগ
আকবর খান বুগতি আজ সকালে তার দল ন্যাপ ওয়ালী কার্যালয় পরিদর্শন করেন। তিনি দলীয় কর্মী ও নেতাদের সাথে কিছুক্ষন সময় কাটান। এসময় দলের পূর্ব পাকিস্তান সভাপতি মোজাফফর আহমেদ এবং সাধারন সম্পাদক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি এখানকার কর্মীদের তার প্রদেশের জনগনের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বর্ণনা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন দেশে একটি গনতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য বেলুচিস্তানের জনগন পূর্ব পাকিস্তানের জনগনের সহিত হাত মিলিয়ে কাজ করবে। দুপুরে বুগতি শেখ মুজিবের সাথে তার ৩য় ও শেষ বৈঠকে মিলিত হন। বিকেলে তিনি করাচীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বেলুচিস্তান আওয়ামী লীগ সভাপতি খান রইসানি তার সাথে একই বিমানে ঢাকা ত্যাগ করেন। গতকাল তিনি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা মোস্তফা সারওয়ার আয়োজিত নৌ বিহার ও নারায়ণগঞ্জ ক্লাবে ভোজসভায় অংশ নেন। এদিন তিনি মওলানা ভাসানির সাথে সাক্ষাৎ করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন।