১৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ পরিষদ যুক্ত সভায় শেখ মুজিবকে সর্বময় ক্ষমতা প্রদান।
জনগনের নির্বাচনী রায় বাস্তবায়নে যে কোন সিদ্ধান্ত ও কর্মপন্থা গ্রহনে শেখ মুজিবকে একক ক্ষমতা দিয়েছে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের যৌথ পার্লামেন্টারি দল। প্রস্তাবটি সভায় উপস্থাপন করেন সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সমর্থন করেন সহ সভাপতি খন্দকার মোস্তাক আহমদ। পরে পরিষদে তুমুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে প্রস্তাবটি পাশ হয়। সভায় সৈয়দ নজরুল ইসলাম খন্দকার মোস্তাক আহমদ এবং তাজউদ্দীন প্রস্তাবের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরে শেখ মুজিব পরিষদ সদস্যদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।