You dont have javascript enabled! Please enable it!

১৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৬ দফার প্রতি আপোষ না করলে পিপিপি জাতীয় পরিষদে যোগ দিবে না।
পেশোয়ারে সকালে এক সাংবাদিক সম্মেলনে জুলফিকার আলী ভুট্টো বলেছেন ৬ দফার প্রতি আপোষ না করলে পিপিপি জাতীয় পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দিবে না। তিনি বলেন আওয়ামী লীগ ইতিমধ্যেই ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র প্রনয়ন করে রেখেছে। অনুমোদনের জন্যই আমাদের সে অধিবেশনে যেতে হতে হচ্ছে। আমাদের বক্তব্যই যদি শোনা না হয় তা হলে সেখানে যেয়ে লাভ কি? আমরা ৬ দফার প্রথম এবং শেষ দফা মেনে নিয়েছি। ১১ দফার ১০ দফা মেনে নিয়েছি। বাকি দফা গুলি আলোচনার মাধ্যমে ছাড় দিলেই একটি গ্রহন যোগ্য সমাধান হয়ে যায়। তিনি বলেন আমি এবং প্রেসিডেন্ট ঢাকা যাওয়া সত্তেও শেখ মুজিব পশ্চিম পাকিস্তানে কেন আসছেন না তা বোধগম্য নয়। কায়েমি স্বার্থবাদীরা তৎপর থাকিলেও তারা মুজিবকে যথার্থ অভ্যর্থনা জানাতে প্রস্তুত এবং তার পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রস্তুত। তিনি বলেন মুজিবের পশ্চিম পাকিস্তান সফর যদি সঙ্গত না হয় তবে তার পক্ষেও ঢাকা যাওয়া কঠিন। তা ছাড়াও ভারতের পক্ষ থেকে ক্রমাগত হুমকির কারনে আমার এখন পশ্চিম পাকিস্তানী জনগনের সাথে থাকা সমীচীন মনে করি। তিনি বলেন নিজে নয় তার ৮৩ জন পরিষদ সদস্য এর নিরাপত্তা ঝুঁকি তিনি নিতে পারেন না। তার দলের সদস্যরা খেটে খাওয়া মানুষ (প্রায় সবাই জমিদার) তাদের কতদিন সেখানে থাকতে হবে এতে তাদের কি পরিমান সমস্যা হতে পারে সেটাও একটা বিবেচনার বিষয়।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!