You dont have javascript enabled! Please enable it!

দিনটি হতে পারত ফজলুল হক দিবস
১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি ভোরে পাকিস্তান সেনাবাহিনীর একজন হাবিলদার তাঁকে এবং সার্জেন্ট জহুরুল হক কে গুলি করে। সার্জেন্ট জহুরুল হক মৃত্যুবরণ করেন। ফজলুল হক কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হন। ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বাবুগঞ্জ-কোতয়ালী থানা থেকে এমপিএ নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে গঠিত ৯ নম্বর সেক্টরের এডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।  সার্জেন্ট জহুরুল হক (১৭ নম্বর আসামী) ও ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক(১১ নম্বর আসামী)। এ দুই সহকর্মী তৃতীয় পাঞ্জাব রেজিমেন্টের ইউনিট লাইনের বন্দিশালায় বন্দি ছিলেন। তারা স্বভাবতই পাঞ্জাবীদের প্রতি খ্যাপা ছিলেন। তাই পাঞ্জাবী গার্ড়দের সাথে তাদের বচসা হয়েছিল। এই কথা কাটাকাটির প্রতিশোধ নিতে গিয়ে পাঞ্জাবী গার্ড হাবিলদার মঞ্জুর হোসেন শাহ ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি অতি ভোরে লেট্রিনে নিয়ে যাবার পথে তাদের পিছন দিকে থেকে গুলি করে প্রতিশোধ নেন। কিন্তু তারা তৎক্ষণাৎ শহীদ হননি। মরণাপন্ন অবস্থায় এ দুই দেশপ্রেমিককে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শল্যচিকিৎসকের দায়িত্বরত ছিলেন ডা. মেজর এমএম আলী। ডা. আলী দেখেন দুই সার্জেন্টই গুরুতর অসুস্থ। তাদের এক্ষুণি অপারেশন করা দরকার। অথচ তিনি একমাত্র শল্যচিকিৎসক। অধিকন্তু সেই সময় ঢাকার সিএমএইচ এ অপারেশন থিয়েটার ছিল মাত্র একটি। দুজনের অবস্থাই এতটা গুরুতর ছিল যে একজনকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে অন্যজনের বাঁচার আশা পরিত্যাগ করতে হয়। ডা. আলী অনেক চেষ্টা করেও অন্তত একজনকে বেসামরিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে ব্যর্থ হন।
ডা. আলী প্রথমে গেলেন সার্জেন্ট জহুরুল হকের কাছে। জহুরুল হক ডাক্তারকে অনুরোধ করে বললেন, আমি ভালই আছি। ফজলুল হকের অবস্থা আমার চেয়ে অনেক বেশি গুরুতর। তাই তার অপারেশনটাই আগে করেন।
ডা. এবার গেলেন সার্জেন্ট ফজলুল হকের কাছে। ফজলুল হক বললেন, আমি ভালই আছি। আমার চেয়ে জহুরুল অনেক বেশি অসুস্থ। তাই তার চিকিৎসাটাই আগে করেন।
ডাক্তার আলী পড়লেন বিপদে। তিনি জানেন দুজনের অবস্থাই শোচনীয়। তিনি একমাত্র ডাক্তার। একজনের অপারেশন করতে কমপক্ষে ৭/৮ ঘন্টা সময় লাগবে। এর মধ্যে অন্যজনের জীবন নির্ঘাৎ বিপন্ন হবে। তিনি আবার জহুরুল হকের কাছে যান। কিন্তু জহুরুল হক তার সিদ্ধান্তে অটল। তিনি ফজলুল হকের আগে অপারেশনে রাজি নন। দুজনেই ঔদার্যে আকাশসম। একজনের জীবনের জন্য অন্যজন নিজেকে কোরবানি দিতে প্রস্তুত।
অবশেষে বিভ্রান্ত ডা. মেজর আলী নিজ সিদ্ধান্তে অপেক্ষাকৃত বেশি গুরুতর সার্জেন্ট ফজলুল হকের অপারেশন করেন। ফজলুল হক আশঙ্কা মুক্ত হলেন। এর পর মুমূর্ষু সার্জেন্ট জহুরুল হকের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রয়োজনের চেয়ে ৭/৮ ঘন্টা পরে অপারেশন শুরু করায় অপরারেশন সফল হলেও বাঁচানো যায়নি সার্জেন্ট জহুরুল হককে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হয়ে রইলেন তিনি।
সুত্রঃ বিডি নিউজ ব্লগ, সংযোজন বিয়োজন করে প্রকাশিত

Image may contain: 1 person  

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!