শেখ মুজিব আটকের প্রেক্ষিতে গোপালগঞ্জে হরতাল
৩ এপ্রিল ১৯৪৮ তারিখের নথিতে জানা যায়, শেখ মুজিবুর রহমান এরেস্ট হওয়ায় গোপালগঞ্জ শহরে ১৬ মার্চ ১৯৪৮ তারিখে হরতাল ডাকা হয়েছে। সাপ্তাহিক গোপনীয় প্রতিবেদনে জানা যায় দশম শ্রেণীর ছাত্র শেখ নাসির (শেখ মুজিবের ভাই) এবং গোপালগঞ্জ এম এন একাডেমীর ছাত্র পাচু মুন্সি এই হরতাল ডাকেন। তবে শহরে কোন রকম হরতাল পালিত হয়নি। তবে এম এন একাডেমীতে প্রায় ৪০০ ছাত্র একত্রে “পাকিস্তান জিন্দাবাদ, ছাত্রদের দাবী মানতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই, নাজিমুদ্দিন নিপাত যাক, মজিবরের মুক্তি চাই” ইত্যাদি শ্লোগানে মিছিল হয়। নেতৃত্বে ছিলেন, এস এন একাডেমীর ম্যাট্রিক পরিক্ষার্থী আব্দুস সাত্তার (পিতা- মোফাজ্জেল, বর্ণি থানা), দশম শ্রেণীর ছাত্র নজরুল ইসলাম (পিতা – আহমেদ, প্রসেস সার্ভার, সিভিল কোর্ট, গোপালগঞ্জ), আব্দুল্লাহ (পিতা – জয়নুল আবেদিন, লইয়ার ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ), আবু জাফর, মন্টু (পিতা- আব্দুল হাকিম, ক্লার্ক, সিভিল কোর্ট, গোপালগঞ্জ) ইউনুস সরদার (পিতা- মোয়াজ্জেম সরদার, পূর্ব নিজড়া, গোপালগঞ্জ) ইউনুস মোল্লা (পিতা- আলতাফ হোসেন, কলপুর, গোপালগঞ্জ) এবং ইরফান উদ্দিন (পিতা – এলেম, মালেঙ্গা, গোপালগঞ্জ)। [1, p. 9]
References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.