১৪ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টো – ওয়ালী খান বৈঠক।
পেশোয়ারের শাহিবাগে ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় সভাপতি ওয়ালী খানের বাসভবনে ভুট্টো ওয়ালী খানের সাথে দুপুর সাড়ে ১২ টা থেকে ৩ টা পর্যন্ত শাসনতন্ত্র বিষয়ে বৈঠক করেছেন। আলোচনায় তাদের মধ্যে কোন সহযোগী ছিল না। বৈঠক শেষে ওয়ালী খান বলেন শাসনতন্ত্রকে দলীয় রাজনীতির উপরে রাখতে হবে। আলোচনার ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভুট্টো তার সীমান্ত প্রদেশের নেতাদের সাথে আলোচনার বিষয়ে পরদিন সাংবাদিকদের ব্রিফ করবেন।