You dont have javascript enabled! Please enable it! 1971.02.14 | ভাসানী পাবনা ন্যাপ এর কমিটি ভেঙ্গে দিয়েছেন - সংগ্রামের নোটবুক

১৪ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভাসানী পাবনা ন্যাপ এর কমিটি ভেঙ্গে দিয়েছেন

উগ্র চরমপন্থী রাজনৈতিক কার্যকলাপে কতক নেতার যুক্ত থাকার কারনে দলের প্রধান মওলানা ভাসানী পাবনা ন্যাপ এর কমিটি ভেঙ্গে দিয়েছেন। আওয়ামী লীগ ডিসেম্বরে তার দলীয় এম পি আহমেদ রফিকের হত্যায় তার দলের সম্পৃক্ততার ব্যাপারে প্রকাশ্য এ না বললেও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। উক্ত ঘটনার পর পর কতক ন্যাপ নেতাকে ছুরিকাহত করা হয়েছিল।