বাহাদুরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন শরণার্থী আহত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৩০ ডিসেম্বর নদীয়া জেলার ধুবুলিয়ার কাছে বাহাদুর পুরে শরণার্থীদের সঙ্গে পুলিশের গতকাল রাতে এক সংঘর্ষ হয়েছে। রাজ্য সরকারের জনৈক মুখপাত্র এই খবর জানিয়ে বলেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐ মুখপাত্র জানান শরণার্থীদের মধ্য প্রদেশের মানা শিবিরে নিয়ে যাবার জন্য সরকারের গাড়ি গেলেই শরণার্থীরা তাতে আপত্তি জানায়। ঐ মুখপাত্র আরও জানান, শরণার্থীরা টাঙ্গি পর্যন্ত ব্যবহার করে। তাদের আক্রমণে একজন ক্যাম্প কমাণ্ড্যান্ট আহত হয়েছেন। তিনি জানান, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষ্ণনগর থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, শরণার্থীদের অনেকেই বাঙলাদেশের বাইরে যেতে রাজী হচ্ছেন না। গতকাল রাতে এই নিয়ে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। শুন্যে কয়েক রাউন্ড গুলি বর্ষণও করে। কমিউনিস্ট পার্টির জেলা পরিষদের জনৈক মুখপাত্র জানান, রাজ্যে স্থান সঙ্কুলানের অভাব হলে শরণার্থীরা অন্য রাজ্যে যেন যান। অন্যদিকে শরণার্থীদের উপর পুলিশ যেভাবে অত্যাচার করেছে তা খুবই নিন্দনীয়।
সূত্র: কালান্তর, ৫.১২.১৯৭১