১৩ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ধানমণ্ডির বাসভবনে মুজিব বুগতি ২য় বৈঠক
বালুচ নেতা আকবর খান বুগতি শেখ মুজিবের ধানমণ্ডির বাসভবনে শেখ মুজিবের সাথে ৪০ মিনিট ব্যাপী ২য় দফা বৈঠক করেছেন। বৈঠকে আওয়ামী লীগ নেতা এএইচএম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, অল পাকিস্তান আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক মোস্তফা সারওয়ার, বেলুচিস্তান আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ খান রাইসানি। বুগতির পক্ষে ছিলেন সর্দার সাইফুর রহমান মাজারি। আলোচনা শেষে বুগতি বলেন শাসনতন্ত্র রচনার ব্যর্থতায় জনগনের বিশ্বাসের অমর্যাদা হবে ফলে জনগণ নিজেদের পথ বেছে নিবে। অধিকার প্রতিষ্ঠার সময় কাল ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে তা নির্ভর করে পরিস্থিতির উপর। তিনি আবারও মুজিবের সাথে সাক্ষাতের আশা করেন। সাক্ষাৎ শেষে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শেরে বাংলা ও সোহরাওয়ারদির মাজার জিয়ারত করেন। পরে তিনি নারায়ণগঞ্জ সফর করেন। সেখানে তাকে বিপুল সংবর্ধনা দেয়া হয়। বুগতি নারায়ণগঞ্জ আদমজি জুট মিলে এক শ্রমিক সমাবেশে বলেন, ৬-দফা ও ১১-দফা আদায়ের সংগ্রামে বেলুচিস্তানের সাধারণ মানুষ যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি বলেন, বেলুচিস্তানের জনগণ বহু অত্যাচার সহ্য করেছে কিন্তু কোনদিন নতি স্বীকার করেনি।