১৩ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মওলানা ভাসানি
মওলানা ভাসানি এক বিবৃতিতে বলেছেন লাহোরে ভারতীয় বিমান ধ্বংসের পর উদ্ভুত পরিস্থিতি লাহোর প্রস্তাবের যৌক্তিকতা প্রমান করেছে। এই যৌক্তিকতা অনুধাবনের জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান। পশ্চিম পাকিস্তানের সাথে দূরত্ব জনিত কারনে যে অসুবিধা সৃষ্টি হচ্ছে তাতে লাহোর প্রস্তাব বাস্তবায়ন না হলে প্রদেশ বাসী মহা দুর্যোগে পরবে। প্রদেশ বাসীকে তিনি এ লক্ষে দুর্বার আন্দোলন গরে তোলার তাগিদ দেন। তিনি সার্বভৌম পূর্ব পাকিস্তানে শ্রমিক মজুর রাজ কায়েম করবেন।