আপনি ছাত্রদের কেন পাকিস্তানের সংগ্রামে টেনে আনছেন – সোহরাওয়ার্দিকে শেখ মুজিব
৪.৫.৪৮ তারিখের গোয়েন্দা রিপোর্ট থেকে জানা যায়, ২৯.৪.১৯৪৮ তারিখে এস এন একাডেমি প্রাঙ্গনে জনাব মুজাফফর হুসাইন এম এল এর সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। প্রায় ১০০০ মানুষ সেখানে উপস্থিত ছিলেন যাদের দুই-তৃতীয়াংশই ছিল হিন্দু। দলীয় স্লোগান এবং ‘সোহরাওয়ার্দি জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে সভা শুরু হয়। জনাব সোহরাওয়ার্দি, শেখ মুজিবুর রহমান এবং সভাপতি তাদের বক্তব্য উপস্থাপন করেন।
শেখ মুজিবুর রহমান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে পূর্ব পাকিস্তানের জনগণের বস্ত্র, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন এসব পণ্যের অভাবের মধ্যে কিভাবে গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ মানবেতর জীবন যাপন করছে। তিনি আক্ষেপ করে বলেন যে ছাত্ররা পাকিস্তানের জন্য জীবন দিল তাদেরকে আজ দেশের শাসকরা শত্রু বলে অবিহিত করছেন যখন তারা সরকারের যেকোনো নীতির বিরুদ্ধে যৌক্তিক দাবী নিয়ে সাংবিধানিক উপায়ে সমালোচনা করছে। ছাত্রদের কেন তিনি পাকিস্তানের সংগ্রামের ভিতরে টেনে আনছেন এ বিষয়ে তিনি জনাব সোহরাওয়ার্দি্র কাছে ব্যখ্যা চান। [1, pp. 14–15]
References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.