পাক বাহিনীর হত্যাযজ্ঞের উপর চিলি, তুরস্ক এবং অস্ট্রীয় পত্রিকার মন্তব্য , ৭ এপ্রিল ১৯৭১
এল মার্কুরিয়, চিলিয়ান ডেইলি
মাই লাইতে শত শত মৃত্যু সমস্ত বিশ্বকে নাড়ীয়ে তুলেছিল এবং যুক্তরাষ্ট্রে একটি অভ্যন্তরীণ সংকট সৃষ্ট হয়েছিল সেটা নিয়ে কারণ সেখানে এই ঘটনা প্রেসে প্রকাশ ও সম্প্রচার করা হচ্ছিল। ৩ লক্ষ বা ২০,০০০ সংখ্যা যাই হোক না কেন, পূর্ববাংলার শহরগুলোর রাস্তায় যে লাশ পড়ে আছে তা বিশ্বকে তেমন জাগাতে পারেনি কারণ সেগুলোর কোন ভিডিও চিত্রায়িত করা সম্ভব হয়নি।
তুর্কির পত্রিকা আক্সাম
দৃশ্যত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঔপনিবেশিক ধরনের। ধর্ম ছাড়া তাদের মধ্যে কোন মিল নাই। পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তানি উপনিবেশবাদীদের বিরুদ্ধে মুক্তিসংগ্রাম করছে…
স্যালজ বার্গার নাকরিকটেন (একটি অস্ট্রীয় দৈনিক)
বাংলা প্রজাতন্ত্র টিকুক বা না টিকুক, যদি বাঙ্গালীদের বেয়নেট দিয়ে শেষ করে দেয়া হয় আমরা জানি সেখানকার বেশিরভাগ জনগণ সেটাকে ঘৃণা করবে। বায়াফ্রাতে এবং দক্ষিণ সুদানের সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নির্যাতন করছে। পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে তার বিপরীতটা সত্য।