You dont have javascript enabled! Please enable it!

১২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মুজিব বুগতি প্রথম বৈঠক

হোটেল পূর্বানীতে শেখ মুজিব এবং আকবর খান বুগতি দেড় ঘণ্টা ব্যাপী এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে বুগতি সাংবাদিকদের জানান তারা ভবিষ্যৎ শাসনতন্ত্র নিয়ে আলোচনা করেছেন এবং প্রস্তাবিত শাসন তন্ত্রের রূপরেখা বিষয়ে বুগতি শেখ মুজিবের সাথে ঐক্যমতে পৌঁছেছেন। তিনি বলেন জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও শাসনতন্ত্র প্রণয়নের জন্য তিনি অবিলম্বে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের দাবী জানান। তিনি বলেন পাঞ্জাবের কতিপয় স্বার্থান্বেষী মহল এবং ভুট্রো জাতীয় পরিষদের অধিবেশন বিলম্বিত করার চেষ্টা করছে। শেখ মুজিব সাংবাদিকদের জানান ৬ দফার ভিত্তিতেই শাসনতন্ত্র প্রনয়ন হবে এ বিষয়ে তিনি বুগতি সহ সকল দলের সহযোগিতা চেয়েছেন। বুগতির আমন্ত্রনে তিনি শীঘ্রই বেলুচিস্তান সফর করবেন। আওয়ামী লীগ সুত্র জানায় মুজিব বুগতির ব্যক্তিগত বন্ধু, বুগতি ওয়ালি খানেরও ঘনিষ্ঠ। বেলুচিস্তানে ন্যাপ ওয়ালীর ৩ জন এমএনএ আছেন তাদের সকলেই বুগতি গোত্র ভুক্ত। বুগতি হোটেল পূর্বানীতে অবস্থান করছেন। পরদিন তিনি ধানমণ্ডিতে শেখ মুজিবের সহিত আবারো বৈঠকে বসবেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!