You dont have javascript enabled! Please enable it!

১২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ঢাকায় বুগতির নবাব আলী আকবর খান।

বেলুচিস্তান এর প্রভাবশালী ও নিপীড়িত নেতা নওয়াব আকবর খান বুগতি করাচী থেকে ঢাকা এসে বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেছেন বেলুচিস্তানের জনগন ৬ ও ১১ দফা ভিত্তিক শাসনতন্ত্র চায়। তিনি বলেন এই ৬ ও ১১ দফা সকল প্রদেশের জন্যই প্রযোজ্য হওয়া উচিত। তিনি বলেন ইহা বাস্তবায়ন হলে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারব। শাসনতন্ত্র বিষয়ে শেখ মুজিবের সাথে আলোচনার জন্যই তিনি ঢাকা এসেছেন। গনতন্ত্রের সংগ্রামে এই দুই প্রদেশের জনগনই সবচে বেশী ত্যাগ স্বীকার করেছে। আইউবের রক্তপাতহীন বিপ্লব বেলুচিস্তানে রক্তপাতহীন ছিল না। তিনি শেখ মুজিবকে বেলুচিস্তান সফরের আমন্ত্রন জানাবেন। তিনি ভারতীয় বিমান হাইজ্যাক এবং বিমান ধ্বংসের নিন্দা করে বলেন এটা করতে দেয়া উচিত হয় নি। বিমান বন্দরে বুগতিকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতা এএইচএম কামরুজ্জামান, সাধারন সম্পাদক তাজউদ্দিন, অল পাকিস্তান আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক শামশুল হক, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, সমাজসেবা সম্পাদক মোস্তফা সারওয়ার, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সমাজসেবা সম্পাদক কে এম ওবায়দুর রহমান, ঢাকা শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা। জনাব বুগতির সাথে সফর সঙ্গী হিসেবে ঢাকা এসেছেন বেলুচিস্তান আওয়ামী লীগ সভাপতি খান রাইসানি এবং সরদার সাইফুর রহমান মাজারি(বাঘ)।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!