১২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ লাহোরে আওয়ামী লীগ অফিস ভাংচুর
সকাল ১০ টার সময়ে প্রায় এক হাজার উচ্ছৃঙ্খল জনতা লাহোর সরকারী কলেজে জমায়েত হয়ে মুজিব ইন্দিরা বাহেন পরা স্লোগান দিতে দিতে রিগাল চত্বর সংলগ্ন সাহারায়ে কায়েদে আজম এলাকায় (সাবেক মল রোড) পাঞ্জাব আওয়ামী লীগের লাহোরের কেন্দ্রীয় অফিস ভাংচুর করে এবং সাইন বোর্ড ও দলীয় পতাকা নামিয়ে ফেলে। তারা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মালিক হামিদ সরফরাজকে তেনে হিঁচড়ে বের করে আনে। মিছিলের সাথে এক ট্রাক ভর্তি পুলিশ থাকলেও তারা কোন বাধা দেয়নি। মিছিলকারিরা পাকিস্তানের উপর দিয়ে ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দাবী করে।