You dont have javascript enabled! Please enable it!

১১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র কার্যকর না হলে দেশ বিচ্ছিন্ন হবে- মাস্টার খান গুল
পেশোয়ারে এক সাংবাদিক সম্মেলনে অল পাকিস্তান আওয়ামী লীগ ভাইস প্রেসিডেন্ট মাস্টার খান গুল বলেছেন যদি আইন পরিষদ ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র প্রনয়ন করে আর সেই শাসনতন্ত্র যদি পাকিস্তানে বাস্তবায়ন করতে না দেয়া হয় তবে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়ামী লীগ বিশ্বাস করে যে এ ব্যাপারে পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। তিনি বলেন পরিষদকে আমরা সার্বভৌম সংস্থা বলে মনে করি এবং পরিষদের নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অধিকারকে বাতিল করার ক্ষমতা কারো নেই। তিনি বলেন এলএফও এর ৫ দফার সাথে আওয়ামী লীগের ৬ দফার কোন সংঘাত নেই। প্রেসিডেন্ট যদি ৬ দফা অনুমোদন না করেন তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তাহা হলে দেশের সংহতির জন্য তা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!