সুবিধাজনকভাবে ৫ ভাগে ভাগ করে সাক্ষিদের সাক্ষগ্রহন নথিভুক্ত করা হয়েছিল।প্রথম ভাগ গঠন করা হয়েছে ১-২১ এবং সাক্ষি নং ৩৬,আশরাফ আলী ওয়াহিদ,একজন ফটোগ্রাফের যিনি মেসার্স যাইদি এন্ড কোং ফার্মে কর্মরত আছেন যিনি ঘটনা শেষ হবার পরে ছবি তুলেছিলেন পুলিশের অনুরোধে ।
সাক্ষি নং
জনাব মোঃ ইদ্রিস পি এস পি, এস পি ঢাকা ১
জনাব এস এইচ কুরাইশ সি এস পি, জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা রেঞ্জ
জনাব এ জে ওবায়দুল্লাহ, ডি আই জি-ঢাকা রেঞ্জ ২
জনাব মোঃ সিদ্দিক দেওয়ান ডি এস পি, শহর ঢাকা ৩
জনাব নুরুদ্দিন আহমেদ, এস ডি ও, সদর দক্ষিন ঢাকা ৪
জনাব মাসুদ মাহমুদ পি এস পি অতিরিক্ত পুলিশ সুপার,শহর,ঢাকা ৫
জনাব নবী শের খান,ততকালীন আর আই ঢাকা,
বর্তমানে আর আই ফরিদপুর ৬
জনাব মোঃ ইউসুফ বিশেষ পুলিশ সুপার আই বি, ইস্ট বেংগল, ঢাকা ৭
জনাব আব্দুল গোরফান,ততকালীন ওসি,লালবাগ ঢাকা।
বর্তমানে বরিশালের ওসি ৮
জনাব মীর আশরাফুল হক,পুলিশ পরিদর্শক,ঢাকা ৯
জনাব জে ডি মিলো পুলিশ পরিদর্শক,ঢাকা ১০
মাননীয় সি বি আই মন্ত্রী জনাব হাসান আলী ১১
পশ্চিম বাংলা ঢাকার সরকারি বিভাগ ১২
জনাব সৈয়দ আব্দুল মজিদ,পরিচালক ভুমি সংরক্ষন এবং জরিপ,
পশ্চিম বাংলা ঢাকা ১৩
জনাব আওলাদ হোসেন খান,সংসদীয় সচিব
মানননীয়বেসামরিক সরবারহ মন্ত্রী,পশ্চিম বাংলা সরকারঢাকা ১৪
ডাঃ আলতাফউদ্দিন আহামেদ সিভিল সার্জন ঢাকা ১৫
জনাব আব্দুর রহমান,উপ জেলা ম্যাজিস্ট্রেট,ঢাকা ১৬
জনাব এ জব্বার পুলিশ পরিদর্শক,লালবাগ সার্কেল,ঢাকা ১৭
ডা. হাবিবুল্লাহ আহমেদ,প্রফেসর ধাত্রীবিদ্যা এবং
স্ত্রীরোগবিদ্যা,মেডিকেল কলেজ,ঢাকা ১৮
ডা. আহমেদ হোসাইন,ইলেক্ট্রোথেরাপিস ১৯
সংযুক্ত ১০টি মেডিকাল কলেজ হসপিটাল,ঢাকা
ডা. হামিদুর রহমান,মেডিকেল প্র্যাক্টিশনার,ঢাকা ২০
ডা. শেখ আব্দুস শুকর, মেডিকেল প্র্যাক্টিশনার,ঢাকা ২১
জনাব আশরাফ আলী ওহাইদি
স্থির চিত্রগ্রাহক সংযুক্ত মেসরস,যাইদি এন্ড কোং ৩৬
(১৩) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা প্রত্যক্ষদর্শী আছেন ৩জন:-
ডা. এস.এম হোসাইন, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫
ডা. আই.এইচ জুবেরি, ডিন কলা অনুষদ এবং ৩৭
ইংরেজী বিভাগের প্রধান,ঢাকা বিশ্ববিদ্যালয়
ডা. এম.ও গনি, অধক্ষ্য,সলিমুল্লাহ মুসলিম হল,ঢাকা ৩৮
(১৪): তৃতীয় শ্রেণী প্রত্যক্ষদর্শী হচ্ছে ১০জন ছাত্র।তাদের মধ্যে ৭জন মেডিকেল হোস্টেলে অবস্থান করত আর বাকি ৩জন বাইরে থাকত।
৭জন হচ্ছে —-
আব্দুল মালিক ৪২
সাইফুদ্দীন চৌধুরী ৪৭
মো. গোলাম জুলফিকার ৫২
আমিনুর রহমান ৫৩
রফিকুর রেজা চৌধুরী ৫৪
সাঈদ আব্দুল মালিক ৬০
এবং বাইরের ৩জন হল:-
আহসানুল্লাহ,আবাসিক সলিমুল্লাহ ইসলামি এতিমখানা ৫৮
শেখ মো. আব্দুল হাই ৬২
দেওয়ান হারুন মো. মনিরুদ্দীন ৬৪
(১৫):- চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা মেডিকেল কলেজে যা দেখেছেন তার বর্ণনা দেওয়া হয়েছে। তাদের চারজন ডাক্তার:-
ডা. জিন্নুর আহমেদ চৌধুরী ৩৯
ডাঃ আবদুল মাসুদ খানমাজলিশ ৪০
ডাঃ নয়াব আলী ৪১,এবং
ডাঃ আবদুস সামাদ খান চৌধুরী ৫৫
সাক্ষীদের মধ্যে তিনজন হচ্ছেন সেবিকা,যথা- সাক্ষী নং
সিস্টার মিস এলিজা কুরুনালা ৪৩
মিস নূর জাহান বেগম ৪৪,এবং
মিস পুলু কস্টা ৪৮
সাক্ষীদের মধ্যে পাচজন হচ্ছেন ওয়ার্ড বয়,এ্যাম্বুলেন্স যথা- সাক্ষী নং
দিদার বক্স ৪৫
মোহাম্মাদ মিয়া ৪৬
সেকান্দার আলী ৪৯
মুসলিম খান ৫৯, এবং
রমজান খন্দকার ৬১
সাক্ষী নং. ৫১ জনাব.আব্দুস সাত্তার দেওয়ান যিনি মেডিকেল কলেজ এর সঙ্গে হিসাব কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন এবং সাক্ষী নং. ৬৩ জনাব এখলাস উদ্দিন আহমেদ ,মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদার প্রতিষ্ঠান খোন্দকার এন্ডকোং এর একজন প্রতিনিধি ।
১৬)৫ম এবং শেষ গ্রুপ এর সাক্ষীগণ হচ্ছেন যারা জনগণের পক্ষ হতে এমন সাক্ষীগণ যারা নিজেদের সুবিধামত একত্র হয়েছিলেন।
তারা হচ্ছেন- সাক্ষী নং
মির মুসলিম,বাস ড্রাইভার ২২
মানসুর,বাস কন্ডাক্টর ২৩
সোনা মিয়া,রিক্সা চালক ২৫
পিয়ার বক্স,রিক্সা চালক ২৭
ফাকু মিয়া,রিক্সা চালক ২৯
কালা চান,রিক্সা চালক ৩০
নওয়াব মিয়া,রিক্সা চালক ৩১
আসরাফউদ্দীন,রিক্সা চালক ৩২
আবদুল হামিদ,রিক্সা চালক ৩৩
সাক্ষীনং২৬, খাইরুল্লাহ, একজনরিকশাযাত্রী।
এইভাগেআরোআছেন-
ড. এ. মুসাএ. হক, একজনচিকিৎসক ২৪
জনাবমোঃকামাল , এম. এ. বর্তমানেবেকার ২৮
জনাবআব্দুসসাত্তার, এ.পি.পিএরএকজনটেকনিশিয়ান ৩৪
মাতিলইসলাম, সি.এল. এবংআই. ডিপার্টমেন্টেরএকজনসহকারি, ৫৬
পুর্ববাংলাসরকার, ঢাকা
জনাবনূরমোহাম্মদ, বিমানকাস্টমঅফিসেরএকজনসহকারি, ৫৭
তেজঁগা, ঢাকা