You dont have javascript enabled! Please enable it!

১০ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৬-দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণীত হলে সংগ্রাম শুরু করবো -ভুট্টো
মুলতানে মুলতান, ভাওয়ালপুর, সারগোদা বিভাগের নবনির্বাচিত প্রায় ১০০ জন এম.এন.এ এবং এমপিদের ১০ ঘণ্টাব্যাপী এক আলোচনা বৈঠকের বিরতিতে জনসাধারনের সাথে আলাপকালে পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন ৬-দফার ব্যাপারে শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহযোগীদের অনড় মনোভাবের জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ৬-দফার ভিত্তিতে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণীত হলে তিনি এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করবেন। পরে পরিষদ সদস্যদের বৈঠক শেষে প্রভাবশালী পিপিপি নেতা হাফিজ পীরজাদা সাংবাদিকদের জানান এধরনের বৈঠক আগে করাচীতে এবং লাহোরে অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ২০-২১ তারিখে ইসলামাবাদে অনুরুপ বৈঠক হবে। শাসনতন্ত্র প্রশ্নে দলীয় পরিষদ সদস্যদের মনোভাব জানাই এধরনের বৈঠকের উদ্দেশ্য। তিনি বলেন শেখ মুজিব চাহিত ১৫ ফেব্রুয়ারী অধিবেশন ডাকার ব্যাপারে তাদের আপত্তি আছে । শাসনতন্ত্র পাশ হলেই চলবে না এ শাসনতন্ত্র দীর্ঘমেয়াদী টিকতে হবে। শাসনতন্ত্র অবশ্যই ৫ প্রদেশের সমর্থন থাকতে হবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!