১০ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন ভবনে হামলা
ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনার ভবনের অফিসে মারমুখী ছাত্র বিক্ষোভকারীরা জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা কালে পুলিশ দূতাবাস ভবন হতে বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দেয়। সংঘর্ষে ৬০ জন পুলিশ আহত হয়। বিক্ষোভকারীরা একটি বিদেশী মালিকানাধীন যানবাহনসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পুলিশ দুতাবাস ভবনটি ঘিরে রেখেছে এবং কর্মকর্তাদের অফিসে আনা নেয়ার পথে পাহারা দিচ্ছে। রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারী করা হয়েছে।