You dont have javascript enabled! Please enable it! 1974.12.18 | বাংলাদেশকে সদস্য করে দুর্ভিক্ষ মােকাবিলায় বিশ্ব খাদ্য পরিষদ গঠন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশকে সদস্য করে দুর্ভিক্ষ মােকাবিলায় বিশ্ব খাদ্য পরিষদ গঠন

জাতিসংঘ: গতরাতে জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে অন্যতম সদস্য হিসেবে নিয়ে একটি বিশ্ব খাদ্য পরিষদ গঠন করা হয়। উল্লেখ্য, গত মাসে রােমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনে এই ধরনের একটি সংস্থা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণ পরিষদ মন্ত্রী বা রাষ্ট্রদূত পর্যায়ে এই খাদ্য পরিষদ গঠনের সিদ্ধান্ত নেন। অতঃপর গােপন ব্যালটে ৩৬ জন সদস্য নির্বাচন করা হয়। এদের মধ্যে কজন এক বছর, কজন ২ বছর এবং কজন ৩ বছর মেয়াদে বহাল থাকবেন, তা লটারির মাধ্যমে ঠিক করা হয়।৪৮

রেফারেন্স:

১৮ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত