বাংলা-ভারত বাণিজ্য চুক্তি নবায়ন, প্রধান পণ্য পাট ও কয়লা
নয়াদিল্লি: বাংলাদেশ ও ভারত আজ ১৯৭৫ সালের জন্য বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী এখন থেকে দুদেশ ভারতীয় টাকার পরিবর্তে আন্তর্জাতিক বিনিময় মুদ্রায় লেনদেনের অর্থ পরিশােধ করবে। নয়া অর্থ পরিশােধ প্রথা সুষম বাণিজ্য ও অর্থ পরিশােধ ব্যবস্থার স্থান নেবে। উল্লেখ্য, শেষােক্ত ব্যবস্থায় টাকার মাধ্যমে অর্থ পরিশােধ করা হবে। গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত সুষম বাণিজ্য ব্যবস্থা ৩ বছর চালুর কথা ছিল।
নয়া চুক্তিতে বিধান রাখা হয়েছে যে, ভারতের কয়লা ও বাংলাদেশের পাটের যে পরিমাণ ডেলিভারি দেয়া হয়নি, তা আগামী ফেব্রুয়ারির মধ্যে দেয়া হবে। দাম দেয়া হবে চুক্তি মােতাবেক। বাংলাদেশ পাবে ৬৫ হাজার টন ভারতীয় কয়লা। ভারত পাবে ৫০ হাজার বেল বাংলাদেশী পাট। এর অর্থ অবশ্য ভারতীয় টাকায় পরিশােধ করা হবে। বাংলাদেশের বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ ও ভারতের বাণিজ্য মন্ত্রী শ্রী ডি পি চট্টোপাধ্যায় চুক্তিতে স্বাক্ষর করেন।৪৫
রেফারেন্স:
১৭ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত