You dont have javascript enabled! Please enable it! 1974.12.14 | কাঁচামালের অভাবে চট্টগ্রামের সব বোের্ড মিল বন্ধের উপক্রম | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কাঁচামালের অভাবে চট্টগ্রামের সব বোের্ড মিল বন্ধের উপক্রম

চট্টগ্রাম: কাঁচামালের অভাবে চট্টগ্রামের সকল বাের্ড মিল বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানা গেছে। বাের্ডের অভাবে চট্টগ্রামের অসংখ্য ছােট বড় কার্টন বক্স তৈরির কারখানা বন্ধু হওয়ার পথে। জানা গেছে, বাের্ড মিলগুলি অকেজো ও বাতিল কাগজ বাংলাদেশ টোবাকো বাংলাদেশ পেপার প্রডাক্ট, বাংলাদেশ পেপার প্যাকেজেস এবং ছাপাখানা থেকে সংগ্রহ করা হতাে। কিন্তু সম্প্রতি কর্ণফুলী পেপার মিল বাতিল ও অকেজো কাগজ উল্লিখিত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে চলেছে বলে জানা গেছে।৪১

রেফারেন্স:

১৪ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত