ঘােড়াশাল রেল স্টেশন ও মীরকাদিম টেলিফোন এক্সচেঞ্জ বিধ্বস্ত
ঘােড়াশাল: একদল সশস্ত্র দুষ্কৃতিকারী গত শুক্রবার রাত সাড়ে তিনটায় ঘােড়াশাল রেল স্টেশনে আগুন ধরিয়ে দেয়। ফলে স্টেশনটি প্রায় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। স্টেশনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। দুষ্কৃতিকারীরা স্টেশন মাস্টারকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেছে। তার মাথা ফেটে গেছে বলে জানা গেছে। ডিউটিরত একজন পয়েন্টসম্যান এখনও নিখোঁজ। একজন রেল কর্মকর্তা এ খবর দিয়েছেন। স্টেশনে আগুন ধরিয়ে দেয়ার পর দুষ্কৃতিকারীরা শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। ফলে এ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। লােকজন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে থাকে।৪২
রেফারেন্স:
১৪ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত