You dont have javascript enabled! Please enable it! 1971.02.10 | ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি তাজউদ্দিনের আহ্বান - সংগ্রামের নোটবুক

১০ ফেব্রুয়ারি ১৯৭১ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি তাজউদ্দিনের আহ্বান

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ আসন্ন শহীদ দিবস পালন উপলক্ষে এক বিবৃতিতে বলেন, ২৩ বছর পরে এই প্রথম বারের মত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং স্বল্পকালের মধ্যে শাসনতন্ত্র প্রণীত হতে যাচ্ছে। সামরিক সরকার জনগণের প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকার করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস ও জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর বানচাল করার জন্য গণবিরোধী শক্তি এবং কায়েমী স্বার্থবাদী মহল ষড়যন্ত্র করছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি সর্ব ক্ষেত্রে বাংলা ভাষা চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানান।