মুজিবের সফরকালে আমীরতন্ত্র সাহায্যের কথা ঘােষণা করবে
ঢাকা: শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আমন্ত্রণক্রমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামী ১৮ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমীরতন্ত্রে তিনদিনের রাষ্ট্রীয় সফরকালে সংযুক্ত আরব আমীরতন্ত্র বাংলাদেশকে সাহায্যদানের কথা ঘােষণা করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ দুটো প্রকল্পে সংযুক্ত আরব আমীরতন্ত্র আগ্রহ দেখাচ্ছেন বলে আভাষ পাওয়া গেছে। এই দুটো প্রকল্প হলাে জয়পুরহাট সিমেন্ট কারখানা ও চট্টগ্রাম সার-কারখানা। বিশেষজ্ঞদের অভিমত এ দুটো প্রকল্প বাস্তবায়িত করতে হলে প্রায় দশ কোটি ডলার বৈদেশিক মুদ্রা প্রয়ােজন হবে।৩৮
রেফারেন্স:
১৩ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত