প্রতি বস্তা সিমেন্টের দাম ৬৭ টাকা ১৮ পয়সা
ঢাকা: অভ্যন্তরীণ চাহিদা মেটানাের জন্য সরকার যথেষ্ট পরিমাণ সিমেন্ট আমদানির প্রয়ােজনীয় ব্যবস্থা করেছেন। আজ বাণিজ্য দফতরের এক প্রেসনােটে উপরােক্ত তথ্য পরিবেশন করা হয়। দেশে সিমেন্টের অভাবে উন্নয়নমূলক কর্মসূচি ও বেসরকারি ঘরবাড়ি তৈরির কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে প্রেসনােটে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদিত পরিমাণের উর্ধেও প্রচুর পরিমাণ সিমেন্ট বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমদানির কাজ ইতােমধ্যেই শুরু হয়েছে। এদিকে চট্টগ্রাম সিমেন্ট কারখানাতেও উৎপাদন শুরু হয়েছে। ফলে সরবরাহ পরিস্থতি স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে সিমেন্টের দাম বেড়ে গেছে। চট্টগ্রাম কারখানা বিদেশ থেকে আমদানিকৃত ক্লিংকারের ওপর নির্ভরশীল। ফলে এখানেও উৎপাদন খরচ বেড়ে গেছে। অপরদিকে ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদিত সিমেন্টের ব্যয়ভার কম। সব কিছু মিলিয়ে জনগণের জন্য একটা সুষম মূল্য সরকার পুনঃনির্ধারণ করেছেন। এখন থেকে প্রতি বস্তা সিমেন্টের মূল্য হবে ৬৭ টাকা ১৮ পয়সা। ডলারের লভ্যাংশ এর মধ্যে অন্তর্ভুক্ত।৩৭
রেফারেন্স:
১২ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত