You dont have javascript enabled! Please enable it! 1974.12.11 | ধান-চাল মজুতের সর্বোচ্চ সীমা পুনঃনির্ধারণ | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ধান-চাল মজুতের সর্বোচ্চ সীমা পুনঃনির্ধারণ

ঢাকা: সরকার সীমান্ত এলাকা ছাড়া দেশের অভ্যন্তরে পাইকারী ও খুচরা চালব্যবসায়ীদের মজুতের সর্বোচ্চ সীমা পুনঃনির্ধারণ করেছেন। এ আদেশ অনুযায়ী পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা যথাক্রমে দেড়শ’ মণ ও তিরিশ মণ পর্যন্ত ধান চাল তাদের কাছে রাখতে পারবেন। আজ রাতে জারিকৃত এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে যে, দেশব্যাপী ধান চাল সংগ্রহ অভিযান সফল করার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতােপূর্বে একজন পাইকারী ব্যবসায়ী ৪শ মণ এবং একজন খুচরা ব্যবসায়ী ৫০ মণ পর্যন্ত ধান চাল রাখতে পারতেন। এ ছাড়া সীমান্ত এলাকায় দশ মাইলের মধ্যে একজন ব্যবসায়ী এক সাথে ১০ মণ ধান চাল রাখতে পারবেন বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।৩৫

রেফারেন্স:

১১ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত