উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় ৭৭টি চটকলে সঙ্কট
চট্টগ্রাম: দেশের ১৭টি চটকলের উৎপাদিত দ্রব্য বিক্রির অপেক্ষায় তূপীকৃত হয়ে আছে। এর আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ কোটি টাকা হতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। এগুলাে বিক্রি হচ্ছে না হলে চটকলগুলাে দারুণ অথনৈতিক সংকটে পড়েছে। দুই-তৃতীয়াংশ চটকলের সংখ্যা ও ডিএর নির্ধারিত সময়সীমা পার হয়ে গেছে। ব্যাংক আর টাকা দিচ্ছে না। ফলে চটকলের জন্য পাট কেনা এবং কর্মচারীদের বেতন দেয়া, সবই প্রায় এক অনিশ্চিত অবস্থার মধ্যে এসে গেছে।৩২
রেফারেন্স:
১১ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত