ইঞ্জিনিয়ারদের প্রতি রাষ্ট্রপতির ডাক
চট্টগ্রাম: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা ইঞ্জিনিয়ারদের কারিগরি ও সৃজনশীল জ্ঞান জনগণের কল্যাণে নিয়ােজিত করার আহ্বান জানান। এখানে আজ সকালে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের ১৯তম সম্মেলন উদ্বোধনকালে রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতির উন্নয়নের উদ্দেশ্যে দেশীয় সম্পদ কাজে লাগাবার নতুন পদ্ধতি উদ্ভাবন করার জন্য ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, জাতীয় উন্নয়নের বিরাট দায়িত্ব ইঞ্জিনিয়ারদের ওপর ন্যস্ত। তাই বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের আগে দেশের প্রকৃত সমস্যা ও জনগণের চাহিদা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা ইঞ্জিনিয়ারদের উচিত৷৩৪
রেফারেন্স:
১১ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত