অধিকার ভােগ সুনিশ্চিত করতে হলে নাগরিক দায়িত্বও যথাযথ পালন করতে হবে
ঢাকা: বিশ্ব মানবাধিকার আয়ােজিত সিম্পােজিয়ামে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন বলেছেন, জাতি হিসেবে বাঙালির ইতিহাস অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। কিন্তু আজ স্বাধীন দেশে অধিকার ভােগকে সুনিশ্চিত করতে হলে নাগরিক দায়িত্বও যথাযথ পালন করতে হবে। তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন সূচিত করে পরিবর্তিত পরিস্থিতির মাধ্যমেই কেবল আমরা সামাজিক ন্যায়বিচার ও সুষম অধিকার ভােগকে নিশ্চিত করতে পারি।৩১
পৃষ্ঠা: ৬৩১
রেফারেন্স:
১০ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত