বাংলার খাদ্যশস্যের প্রয়ােজন ১৮ লাখ টন, ফাও সাহায্যের হাত বাড়াবে
ঢাকা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাইরেক্টর জেনারেল ডক্টর এ. এইচ. বােয়ারমা বলেছেন, বিশ্ব সংস্থা বাংলাদেশকে কারিগরি সাহায্য দেবার জন্য এগিয়ে আসবে যাতে করে এই সাহায্যে বাংলাদেশের পক্ষে খাদ্য উৎপাদন বাড়ান সম্ভব হয়। শনিবার হােটেল ইন্টারকন্টিনেন্টালে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ভাষণ দিচ্ছিলেন। ডক্টর এ. এইচ, বােয়ারমা বলেন যে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাঁর আলােচনা হয়েছে। তিনি উৎপাদন বাড়ানাের জন্য কৃষকদের পূর্ণ ক্ষমতায় কাজ করার ওপর গুরুত্ব প্রদান করেন।২১
রেফারেন্স:
৭ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত