লবণ বিক্রি ও চলাচলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার
ঢাকা: শনিবার থেকে দেশের অভ্যন্তরে লবণ বিক্রি ও চলাচলের ওপর হতে সব রকমের বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমিন আজ একথা ঘােষণা করেন। কক্সবাজার লবণ উৎপাদন এলাকা সফরশেষে ঢাকায় ফিরে এসে সাংবাদিকদের সাথে আলােচনা প্রসঙ্গে তিনি বলেন যে, আগামীকাল থেকে যে কেউ দেশের যে কোনাে জায়গায় লবণ নিয়ে যেতে পারবেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার যে ব্যবস্থা নিচ্ছেন তাতে এখন থেকে লবণের সরবরাহ স্বল্পতা থাকবে না। এই প্রেক্ষিতে পর্যাপ্ত লবণ সরবরাহের মাধ্যমে বাজার স্থিতিশীল করার উদ্দেশ্যে সরকার লবণের ওপর থেকে সবরকম বিধিনিষেধ তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছেন।
সরকারি ব্যবস্থার ব্যাখ্যা প্রসঙ্গে জনাব মােমিন জানান যে, কক্সবাজারের লবণ উৎপাদন এলাকায় ৩ লাখ মণ অশােধিত লবণ রয়েছে। তাছাড়া বিদেশ থেকে ১৯ লাখ মণ লবণ আমদানির ব্যবস্থা করা হয়েছে। তন্মধ্যে ২ লাখ মণ লবণ ইতােমধ্যে দেশে পৌঁছেছে ও তা বণ্টন করা হয়েছে।১৮
রেফারেন্স:
৬ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত